বিষয়বস্তুতে চলুন

পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y এই কি প্রভাত। এত ক্ষণে পোহাল কি শোক-দীর্ঘ রাত? ওই সেই উষালোকে— সেই ধরা জাগে চোখে। সত্যই জীবিত আমি দেহ-মনঃ সাথ। ब्रवि मिक्रख्छठन আকাশের এক প্রাস্তে করে টল-টল। সমস্ত আকাশ ভরি’ ছিন্ন ভিন্ন মেঘ পড়ি’— নিশীথে চষেছে শূন্ত যেন দৈত্যদল! ছিন্ন ভিন্ন সব। মূক পশু পক্ষী প্রাণী, জগৎ নীরব। বায়ু বহে কি না বহে; মানুষে কতই সহে। কি শূন্ত-জীবন আজ করি অনুভব। জন্মেছি ত এক। না হয় কৈশোর-শেষে তার সনে দেখা! তার মিলনের আগে, কিছুতে না মনে জাগে কেমনে কাটিত দিন—কি অদৃষ্ট-লেখা! কে বলিবে আজ— কি ছিল কৈশোর-আশা, কৈশোরের কাজ সেই আদি সূত্র বরি’ আবার জীবন গড়ি— সে যদি মুছিয়া যায় জীবনের মাঝ।