পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विबिक ३ जांथः ♥ግ &శీ “कृष्टांक्कै भ८था 'ब्रेबकोख' अि७ फूनि' हरूकाब्रि'– ধূসর প্রলয়মেঘে বিশ্বজয়ী বজধারী। দক্ষিণে বিক্রমে রঘু, মদন আক্রমে বাম, ছুটিছে—ফাটিছে গোলা বজ্রনাদে অবিশ্রাম। ছুটিছে প্রতাপসিংহ পরিরক্ষি’ পৃষ্ঠদেশ; ভগ্ন ক্রিমে’ করে মুখ। নবসৈন্ত-সমাবেশ। উদিছে উদয়াদিত্য যথায় নিবিড় রণ, ছলিছে বিজয়-লক্ষ্মী—অদৃষ্টের সংঘর্ষণ। S\రి

  • সহসা বিপক্ষ-পক্ষে উঠে উচ্চ হাহাকার,— *হত সেনাপতি গাজি।” ল’য়ে চর্ম্ম-তরবার, লুকায়ে কামান-ধুমে ছুটিল পার্ব্বত্য সেন, গভীর বর্ষায় যেন পদ্মার সমল ফেন৷ ৷

একত্র স্বতন্ত্র কভু, সম্মুখে, কভু বা দূরে; পদাঘাত, মুষ্ট্যাঘাত, খড়গাঘাত ফিরে ঘুরে। মদন হানিল সপী মানসিংহে বার বার— ছিন্ন গজ, ভূমিতলে বাঙ্গালার মুবেদার। > 3 "মামুদ, আমীর, কচু—চঞ্চল বিহবল ত্রাসে, রক্ষিবারে মানসিংহে ছুটিতেছে উৰ্দ্ধশ্বাসে। ছুটে রুড, সূর্য্যকান্ত, মিলিতে মদন-সাথে; জর্জর বিপক্ষ-সেন প্রতাপের অন্ত্রাঘাতে। পলাইল মানসিংহ, ছাড়ি’ পঞ্চ ক্রোশ স্থান; বাজিল বিজয়-বাদ্য-দিবা হ’লে৷ অবসান। আহতে পাঠায়ে গৃহে, দাহ করি’ মৃত-জনে, স্থানে স্থানে রাখি।” রক্ষী, গেল। সৰে ফুঙ্গমনে।”