বিষয়বস্তুতে চলুন

অমৃত/কৃতঘ্নতা

উইকিসংকলন থেকে


১৮
কৃতঘ্নতা


নৌকা ডুবে গেল ঝড়ে; দেখি তীর হ’তে
ভীত, অবসন্ন মাঝি ভেসে যায় স্রোতে,
ঝাঁপায়ে সাহসী যুবা তরঙ্গে পড়িল,
অতি কষ্টে বিপন্নেরে উদ্ধার করিল।


  মাঝি বলে, “প্রাণ দিলে, কি দিব তোমারে?
  চল, ভৃত্য হ’য়ে র’ব, তোমার দুয়ারে।”
  রাত্রি-যোগে যুবকের চুরি করি’ সব,
  মাঝি-ভৃত্য পলাতক;—যুবক নীরব।
    ____


উপদেশ—উপকারীর অপকার করা অর্থাৎ কৃতঘ্নতা মহাপাপ।

কৃতঘ্নতার চেয়ে নীচ কাজ আর নাই।