বিষয়বস্তুতে চলুন

অমৃত/পরোপকার

উইকিসংকলন থেকে

অমৃত




পরোপকার

নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল,
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ, দগ্ধ হ'য়ে করে পরে অন্নদান,



স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত,
বংশী করে নিজ স্বরে অপরে মোহিত,
শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে,
সাধুর ঐশ্বর্য্য শুধু পরহিত তরে।




উপদেশ— সাধু লোকেরা নি:স্বার্থভাবে পরের উপকার করেন।
নিজের গুণ নিজে নিজে ভোগ না করিয়া পরের উপকারে লাগানই ভাল।