বিষয়বস্তুতে চলুন

ইস্তাহার/চোখ

উইকিসংকলন থেকে

চোখ

মানুষের মুখে দেখেছি চোখ। অদ্ভুত চোখ।
ক্ষুব্ধ আত্মা খর দৃষ্টিতে খোলে নির্মোক,
কোটরগত ফারনেস থেকে আগুন ঝরায়,
শান্ত সবুজ পৃথিবীর শোভা জ্বলে পুড়ে যায়।

অবুঝ শিশুর ক্ষুধার্ত চোখে অশ্রু ঝরে,
যুবকের চোখে হতাশাবহ্নি গরগরে।

উপোস ক্লিষ্ট প্রৌঢ়ের চোখ পেচকের মতো,
বৃদ্ধের চোখে তন্দ্রা নেমেছে, যেন সে মৃত।

প্রেয়সীর সেই মদনমুগ্ধ চোখের চাহনি গেল কোথায়?
আমার চোখের দৃষ্টিও দেখি জ্বলছে, হায়!