বিষয়বস্তুতে চলুন

ইস্তাহার/পলাতক

উইকিসংকলন থেকে

পলাতক

আজ বুঝি চুপি চুপি হলে পলাতক,
খুলে গেছে তোমাদের রঙিন নির্মোক।
এখানের স্পর্শটুকু নিতান্ত মামুলি,
ওখানের খণ্ড খণ্ড ইতিহাসে ভরে ওঠা ঝুলি
নিঃশেষ করেছি। তাই আর কোন ঠাঁই
পরখের প্রবৃত্তি নাই।
অনেক চেয়েছি স্বাদ সকালে সন্ধ্যায়,
এবার বিদায়!

তোমাদের চিনেছি সবই,
তোমরা মুখর আর আমি মুক কবি
নিশিদিন অতৃপ্তির গণন রচি বসে,
মেরুদণ্ড হৃদ্‌পিণ্ড ক্রমে যায় ধ্বসে।

তাই আজ দেয়ালে দেয়ালে
কালো কালো ইস্তাহার লাগাই খেয়ালে।