ইস্তাহার/রঙের গোলাম

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

রঙের গোলাম

তাসের খেলায় রঙের গোলামের দাম।
সাহেব বিবির চেয়ে অনেক গুণে বেশী।
তোমাদের ধনী সমাজের নীচের তলায়
যারা থাকে অপাংক্তেয়, নগণ্য, অবহেলিত,
সাগরের দুর্দিনে সমাজের হাল ধরতে,
বোঝা বইতে মাটি কাটতে গতর খাটাতে, ভৃত্যের পদে
সেই গোলামদের একান্ত প্রয়োজন। তাদের মেহনতে
গড়ে পথ ঘাট নগর বন্দর, গড়ে তোমাদের জীবনের বনিয়াদ।

তাসের খেলা যখন জমে উঠে,
রঙের তাসের আসরে সে মহামূল্য মধ্যমণি।
তবু শেষ পর্যন্ত, গোলাম গোলামই রয়ে যায়। খেলার শেষে
তার পদমর্যাদা বাড়ে না মূল্যের চাহিদায়।
সাহেব বিবির আসনের তলায় তার স্থান
নির্দিষ্ট। নিশ্চিত। অতি পরিচিত। অপরিবর্তিত।