বিষয়বস্তুতে চলুন

উইকিসংকলন:আড্ডা/অনলাইন/৬ জুলাই ২০২১

উইকিসংকলন থেকে
  • তারিখ ও সময় - ৬ জুলাই ২০২১ সকাল ৮:৩০ (ভারতীয় সময়)
  • গুগল মিটিং লিঙ্ক - https://meet.google.com/egz-zxss-ftg

অংশগ্রহণকারী

[সম্পাদনা]
  1. Mahir256
  2. Jayantanth
  3. Bodhisattwa

আলোচনার সারাংশ

[সম্পাদনা]
  • আকারমাত্রিক স্বরলিপির মুদ্রণ সংশোধন নিয়ে একটি নিকট ভবিষ্যতে আসন্ন বড় প্রকল্প নেওয়ার কথা সংক্ষেপে বলা হয়।
  • মূল নামস্থানে পাতা পরিভুক্তি ও শীর্ষক সংক্রান্ত একটি মডিউল ফরাসি উইকিসংকলন থেকে আমদানি করা হয়েছিল, কিন্তু সেটিকে বাংলা উইকিসংকলনের উপযোগী করে তোলা সম্ভবপর হয়নি। {{শীর্ষক}} টেমপ্লেট ব্যবহারকারী মূল নামস্থানগুলিকে না ভেঙে কিভাবে এই নতুন কোড সকল পাতায় ব্যবহার করা সম্ভব, সেই নিয়ে আলোচনা হয়। মাহির কিছু প্রাথমিক কাজ শুরু করেন।
  • ব্রিটিশ লাইব্রেরির এন্ডেঞ্জার্ড আর্কাইভ প্রোগ্রামের বইগুলিকে পিডিএফ বানানোর জন্য মাহিরের তৈরি পাইথন স্ক্রিপ্টে আরো নতুন বৈশিষ্ট্য যোগ করার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। বৈশিষ্ট্যগুলি হল -
    • ফোল্ডারের নাম ইউআরএলের আইডেন্টিফায়ার সংখ্যার বদলে বইয়ের নাম হিসেবে যোগ করা
    • সরাসরি এই স্ক্রিপ্ট থেকে পিডিএফ বানিয়ে একটা ফোল্ডারে সব পিডিএফ জমা করার ব্যবস্থা করা
  • এই জাভাস্ক্রিপ্টে কিছু পরিবর্তন করা নিয়েও আলোচনা হয়। এই পরিবর্তনের ফলে উইকিসংকলনের কোন শব্দকে দুবার ক্লিক করলে সেটিএ একটি পপ-আপ জানালার মত করে অর্ডিয়া বা হাউকির মত কোন একটি সরঞ্জামে সেই শব্দের আভিধানিক অর্থ, ব্যুৎপত্তি, রূপ ইত্যাদি দেখাবে। হাউকির জন্য স্ক্রিপ্ট পরিবর্তন করে ফায়ারফক্স ব্রাউজার তা দেখাতে ব্যর্থ হয়। সরঞ্জাম হিসেবে অর্ডিয়া ও হাউকির অসম্পূর্ণতা নিয়ে আলোচনা হয়। মাহির ঠিক করেন উনি হাউকি ফর্ক করে অন্য একটি সরঞ্জাম বানাবেন যাতে কোন শব্দের আভিধানিক বৈশীষ্ট্য থাকবে এবং এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেই সরঞ্জামের সঙ্গে লিঙ্ক তৈরি হবে।