উইকিসংকলন:স্বয়ংক্রিয় পরীক্ষণ
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
স্বয়ংক্রিয় পরীক্ষণ হচ্ছে একটি ব্যবহারকারী অধিকার, যা নতুন পাতা ও সম্পাদনাসমূহ পরীক্ষা বা টহল দেওয়ার কাজের চাপ কমায়। যে-সকল ব্যবহারকারীর স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার রয়েছে, তাঁদের তৈরিকৃত নতুন পাতাসমূহ মিডিয়াউইকি সফটওয়্যার কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হিসেবে বিবেচিত হয় ও নতুন পাতাসমূহে উজ্জ্বল(হাইলাইট) করা হয় না। স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার তাঁদেরকেই প্রদান করা হয়, যেসকল ব্যবহারকারীর সম্পাদনা ইতিহাসে এই বিশ্বাস প্রকাশ পেয়েছে যে, তাঁরা নিবন্ধে অবাঞ্ছিত লেখা যোগ করবেন না, এবং ব্যবহারকারী প্রায়শই নতুন বিষয়বস্তু যোগ করেন।
বর্তমানে বাংলা উইকিসংকলনে ৪ জন প্রশাসক ও ৬ জন স্বয়ংক্রিয় পরীক্ষকসহ সর্বমোট ১০ জন ব্যবহারকারীর এই সুবিধা রয়েছে।