উপেন্দ্রকিশোর রচনাসমগ্র/কবিতা ও গান/অসন্তোষ
অসন্তোষ
(কলিকাতা রবিবাসরীয় নীতিবিদ্যালয়ের উপহার বিতরণ উপলক্ষে অভিনীত)
সকলে |
ঃ |
শুনিলে অবাক হবে, যদি বলি, সে কথা যদি বলি, |
|
১ম দল |
ঃ |
আমাদের খেলার সময় পড়ায় নাশে হয়, |
|
২য় দল |
ঃ |
না দিতেই মিঠাই মুখে, ক্ষুধা চলে যায়, |
|
৩য় দল |
ঃ |
আমাদের ঘুম না হতেই কেমন করে |
|
সকলে |
ঃ |
অবিচার সহি কত বলি তাহা কায়? |
|
দেবদূত |
ঃ |
কে তোরা কাদিস হেথা? |
|
সকলে |
ঃ |
আমাদের—ছোট বলে—সবাই ঠেলে যথাতথা! |
|
২য় দল |
ঃ |
ক্ষিধে ফুরায় খাবার আগেই, |
|
৩য় দল |
ঃ |
ঘুমাতে আসে সকাল, |
|
প্রথম |
ঃ |
যদি যাই খেলতে মোরা, |
|
Գ ՏԵ
১ম ও ২য প্রথম
১ম ও ২য়
১ম ও ৩য়
১ম ও ৩য়
১ম ও ৩য দলে
3333
3g3233333.g33
3
3
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র
তোরা কি চাহিস তবে ? মোদের মতেই সকল হবে! ভাল মতে মিলে মিশে থাকিস যদি তাহাই হবে। কি মজা হলো মোদের, নাচে রে মন, ঘোরে মাথা ! ঘুচিল পড়ার জ্বালা, এখন হতে শুধুই খেলা! না ভাই শুধুই ঘুমের পালা! তা নয়, আসুক লুচির থালা ! তোরা ত কুটিল ভাবি, বলিস না কেউ ঘুমের কথা। চলে যা ! কে চায় ৩োরে?
খেলাই হবে ।
খাবার পবে!
ছিছি, পেটুক !
চুপ বেযাদব, লক্ষ্মীছাড়া!
দাঁড়া তবে! হায বে হায়, বিবাদ কবে সবি যে রে হলো বৃথা কে তোবা কাদিস হেথা, আবার তোদের কিসেব ব্যথা?
সে কথা যদি বলি, শুনিলে অবাক হবে, যদি বলি, সে কথা যদি বলি।
তোমাদের বদনে ছাই, গালে কালি! এ মধুর মানব জীবন পেযে যাবা দিবাবাত অসুখেতে হয় সাবা, তাহাদের পোড়া কপাল, তাদের জীবন কেঁদেই যাবে চলি। কবিতা ও গান Գ ՏՏ
রবীন্দ্রনাথ-রচিত ‘নদী’ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী-অঙ্কিত চিত্রাবলী
ੋਨ੍ਹੋਂ
,"."- 3:
عمر عمر : broo
" বাস করে ৯৫ যত ইলা দ্বগ দাড়ি-কো, bro>
কবিতা ও গান
পডে বাহিবেব দেশে।
শেষে নদী
弘 己 æAao
I. אא הררר.
NV | 1 , .
পাথরের থাম মোটা
সেথায় নবাবের বড়ো কোঠা
তারি ঘাটের সোপান যত জলে নামিয়াছে শত শত।
তারি
উপেন্দ্ৰ—১০১
তাহার দুই কূলে উঠে ঘাস,
সেথায় যতেক বকের বাস।
সুখে সারিগান গায় দাঁড়ি
কত খেয়াতরী দেয় পাড়ি।