মাতার মাতা রূপে,
যতনে পালিছ সবে
তোমারি স্নেহ জ্যোতি
তোমার স্নেহের হাসি
স্নেহের পরশ তব
তোমারি স্নেহ গাথা
স্নেহের বাহু ডোরে
তুমিই, তুমিই প্রভু,
আশিস ধারা তব
মোদের মাথার পরে
এ ক্ষুদ্র সন্তান, নাথ,
গাহিছে আজি তাই
আমার এ জীবন
তোমারি, তোমারি, প্রভু,
|
|
পিতার পিতা রূপে
তুমিই করুণাময়।
গগনে ভরে উঠে,
প্রভাত কুসুমে ফুটে,
বাতাস বহিয়া আনে।
বিহগ গাহে বনে।
ঘেরিয়া আছ মোরে,
তুমিই ত প্রেমময়।
সতত পড়িছে ঝরি;
সতত পড়িছে বারি;
নির্ভয় আনন্দ প্রাণ,
তোমার জয়গান।
সকল দেহ-মন,
জয় হে তোমার জয়
|
|