এই পথ যদি না শেষ হয়
সন্ধ্যা মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায় গীত
সপ্তপদী চলচ্চিত্রে ব্যবহৃত
(পৃ. ১)
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বল তো?
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বল তো?
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো?
তুমিই বল..
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বল তো?
কোন রাখালের
ঐ ঘর ছাড়া বাঁশীতে সবুজের
ঐ দোল দোল হাসিতে রাখালের,
কোন ঘর ছাড়া বাঁশীতে সবুজের
ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো?
বলব না,
হুম..
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বল তো?
নীল আকাশে
ঐ দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে আকাশে
নীল দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ রয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হত তুমি বল তো?
তুমিই বল,
না না তুমি বল,
না তুমি বল
তুমি তুমি বল,
তুমি বল
তুমি,
তুমি বল
তুমি
তুমি
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বল তো?
এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বল তো?

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৩ সালে, ১ জানুয়ারি ১৯৬৩ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।
