বিষয়বস্তুতে চলুন

এই রাত তোমার আমার

উইকিসংকলন থেকে

হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত
হেমন্ত মুখোপাধ্যায় গীত
দীপ জ্বেলে যাই চলচ্চিত্রে ব্যবহৃত
(পৃ. )

এই রাত তোমার আমার
ঐ চাঁদ তোমার আমার
শুধু দুজনের
এই রাত শুধু যে গানের
এই ক্ষণ এ দুটি প্রাণের
কুহু কূজনের
এই রাত তোমার আমার

তুমি আছো আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই

তুমি আছো আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই
শুধু দুজনের
এই রাত তোমার আমার
ঐ চাঁদ তোমার আমার
শুধু দুজনের

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।