বিষয়বস্তুতে চলুন

একেই কি বলে সভ্যতা?/দ্বিতীয় অঙ্ক/প্রথম গর্ভাঙ্ক

উইকিসংকলন থেকে

দ্বিতীয় অঙ্ক


প্রথম গর্ভাঙ্ক।

সভা।

কতিপয় বাবুর প্রবেশ।

 চৈতন। নব আর কালী যে আজ এত দেরি করছে এর কারণ কি?

 বলাই। আমি তা কেমন করে বলবো? ওহে ওদের কথা ছেড়ে দেও, ওরা সকল কর্মেই লীড্ নিতে চায়, আর ভাবে যে আমরা না হলে বুঝি আর কোন কর্ম্মই হবে না।

 শিবু যা বল ভাই, কিন্তু ওরা দুজনে লেখ পড়া বেস্ জানে।

 বলাই। বিটুইন্ আওয়ার সেল্বস, এমন কি জানে?

 মহেশ। হাঁ, হাঁ, সকলেরি বিদ্যা জান আছে! সে দিন যে নব এক খানা চিঠি লিখেছিল, তা তো দেখিইছো, তাতে লিগুলি মরের্ যে দুর্দ্দশা তা তো মনে আছে?

 বলাই। এতেও আবার প্রাইড্ টুকু দেখেছো! কালী আবার ও চেয়ে এক কাটী সরেস্।

 চৈতন। আঃ, তারা ফ্রেণ্ড মানুষ, ও সকল কথায় কাজ্ কি? বিশেষ ওরা আছে বলে তাই আজ্ও সভ চলছে—তা জান?

 মহেশ। তা টুরূখ্ বলবো তার আর ফ্রেণ্ড কি?

 বলাই। আচ্ছা, সে কথা যাউক; আমরাও তো মেম্বর বটে, তবে তাদের দুজনের জন্যে আমাদের ওএট্ করবার আবশ্যক কি?

 শিবু। তাইতো। আমাদের তো কোরম্ হয়েছে, তবে এখন্ সভার কর্ম্ম আরম্ভ করা যাউক না কেন?

 মহেশ। হিয়র্, হিয়র্, আমি এ মোসন্ সেকেণ্ড করি।

 বলাই। হা, হা হা, এতে দেখছি করে। অবজেকসন নাই, একবারে নেম্ কল-ব্রাভো। হা, হা, হা।

 মহেশ। (ঘড়ী দেখিয়া) নটা বাজ্তে কেবল পাঁচ মিনিট বাকী আছে, বোধ কবি নব আর কালী আজ এলো না, তা আমি চৈতন বাবুকে চ্যারম্যান্ প্রোপোজ্ করি।

 সকলে। হিয়র, হিয়র!

 চৈতন। (গাত্রোথান করিয়া) জেণ্টেলমেন, আপনারা অনুগ্রহ করে আমাকে যে পদে নিযুক্ত করেন, তার কর্ম্ম আমি যত দূব পারি প্রাণপণে চালাতে কসুর করবো না,—নাউ টু বিজনেস্।

 সকলে। হিয়র, হিয়র। (করতালি)।

 চৈতন। (উচ্চস্বরে) খানসামা-বেয়ারা-

 নেপথ্যে। জি, আজ্ঞে।

 চৈতন। গোটা দুই বাণ্ডি অব তামাক নে আর (উপবিষ্ট হইয়া) যদি কারো বিয়ার খেতে ইচ্ছে হয় তো বল।

 বলাই। এমন সময়ে কোন্ শালা বিয়ার খায়।

 সকলে। হিয়র, হিয়র।

(খানসামা এবং বেয়ারার মদ্য এবং তামাক লইয়া প্রবেশ।)

 চৈতন। সব্ বাবু লোককে সরাব দেও, (সকলের মদ্য পান) আর বোতল গ্লাস সব হিঁয়া ধর্ দেও।

থান্। আচ্ছা বাবু।

[বোতল ইত্যাদি রাখিয়া প্রস্থান।

 চৈতন। বেয়ারা—ঐ খেমটা ওয়ালিদের ডেকে দেতো। আর দেখ্, খানিকটে বরফ্ আন্।

 বেয়ারা। যে অজ্ঞে।

[প্রস্থান।

 বলাই। আমি আমাদের নতুন চেয়ারমেনের হেলথ দিতে চাই।

 সকলে। হিয়ার, হিয়ার (মদ্যপান করিয়া) হিপ্, হিপ্, হুরে, হুরে।

[নিতম্বিনী, পায়ে ধরী এবং যস্ত্রীগণের প্রবেশ।

 চৈতন। আরে এসো, বসো। কেমন ভাই, চিনতে পার? তবে ভাল আছ তো? (সকলের উপবেশন)।

 নিত। যেমন রেখেছেন।

 চৈতন। আমি আর তোমাকে রেখেছি কই? আমার কি তেমন কপাল?

 সকলে। ব্রাভো, হিয়ার, (করতালি)।

 চৈতন। ও পয়োধরি, একটু এদিকে সরে বসো না।

 পযো। না, আমি বেস আছি।

 চৈতন। (দ্বিতীয়ের প্রতি) বলাই বাবু, এঁদের একটু কিছু খাওয়াও না।

 চৈতন। এই এসো (সকলের মদ্যপান)।

 শিবু। (চতুর্থের প্রতি) ও শালা, তুই ঘুমুচ্চিস না কি?

 মহেশ। (হাই তুলিয়া) না হে তা নয়, ঘুমবো কেন?—নব আসেমি বটে?

 সকলে। (হাস্য করিয়া) ব্রাভো, ব্রাভো।

 চৈতন। (পয়োধরীর হস্ত ধারণ করিয়া) একটি গাওনা ভাই।

 পয়ো। এর পর হলে ভাল হয় না?

 চৈতন। না না, পরে আবার কেন? শুভকর্ম্মে বিলম্বে কাজ কি।

 পয়ো। আচ্ছ। তবে গাই, (যন্ত্রী দিগের প্রতি) আড় খেম্‌টা।

গীত।

রাগিণী শঙ্করা, তাল খেমটা।

এখনকি আর্ নাগর্ তোমার্
আমার্ পুতি, তেমন্ আছে।
নূতন পেয়ে পুরাতনে
তোমার্ সে যতন্ গিয়েছে।

তখনকার ভাব থাকতো যদি,
তোমায়্ পেতেম্ নিরবধি,
এখন্, ওহে গুণনিধি,
আমায় বিধি বাম হয়েছে।

যা হবার্ আমার হবে,
তুমি তো হে সুখে রবে,
বল দেখি শুনি তবে,
কোন নতুনে মন মজেছে॥

 সকলে। কিয়াবাৎ, সাবাস্, বেঁচে থাক বাবা, জীতা রাও বাবা।

 চৈতন। ও বলাই বাবু, তুমি কেমন সাকী হে?

 বলাই। সাকী আবার কি?

 চৈতন। যে মদ দেয় তাকে পারসীতে সাকী বলে।

 শিবু। (গাইয়া) “গর্ ইয়ার নহো সাকী”।—

তা, এসো, (সকলের মদ্য পান)।

 চৈতন। চুপ কর তো, কে যেন উপরে আসছে না?

 বলাই। বোধ করি নব আর কালী—

(নব এবং কালীর প্রবেশ)।

 সকলে। (সকলে গাত্রোথ্থান করিয়া) হিপ্ হিপ্, হুরে।

 কালী। (প্রমত্ত ভাবে) হুরে, হুরে।

 নব। বসো, ভাই, সকলে বসো, (সকলের উপবেশন) দেখ ভাই, আজ আমাদের এক্সকিউজ কর্ত্তে হবে, আমাদের একটু কর্ম্ম ছিল বলে তাই আসতে দেরি হয়ে গেচে।

 শিবু। (প্রমত্তভাবে) দ্যাটস এ লাই।

 নব। (ক্রুদ্ধভাবে) হোয়াট, তুমি আমাকে লায়র বল? তুমি জান না আমি তোমাকে এখনি সুট করবো?

 চৈতন। (নবকে ধরিয়া বলাইয়া) হাঃ, যেতে দেও, যেতে দেও, একটা ট্রাইফ্লীং কথা নিয়ে মিছে ঝকড়া কেন?

 নব। ট্রাইফ্লীং —ও আমাকে লাইয়র বললে—আবার ট্রাইফ্লীং? ও আমাকে বাঙ্গালা করে বল্লে না কেন? ও আমাকে মিথ্যাবাদী বললে না কেন? তাতে কোন্ শাল রাগতো? কিন্তু —লাইয়র—এ কি বরদাস্ত হয়।

 চৈতন। আরে যেতে দেও, ও কথার আর মেন্সন্ করোনা। (উপবেশন করিয়া)।

 নব। কি গো পয়োধরি, নিতম্বিনি, তোমারা ভাল আছ তো।

 পয়ো। হাঁ, আমরা তো আছি ভাল, কিন্তু তোমায় যে বড়ভাল দেখচি নে—এখন তোমাকে ঠাণ্ডা দেখলে বাচি।

 নব। আমি তো ঠাণ্ডাই আছি, তবে এখন গরম হবে।—ওহে বলাই, একটু ব্র্যেণ্ডি দেও তো।

 সকলে। ওহে আমাদের ভুলো না হে। (সকলের মদ্য পান)

 নব। ওহে কালী, তুমি যে চুপ করে রয়েচো।

 কালী। আমি ঐ বৈষ্ণৰ শালার ব্যবহার দেখে একবারে অবাক্ হয়েচি। শাল এদিকে মাল। ঠক্ ঠক্ করে, আবার ঘুশ খেয়ে মিথ্যা কথা কইতে স্বীকার পেলে? শালা কি হিপক্রীট।

 নব। মঞ্চক, সে থাক্। ও পয়োধরি, তোমরা একবার ওঠ না, নাচটা দেখা যাক।

 সকলে। না না, আগে তোমার ইস্পীচ।

 নব। (গাত্রোথান করিয়া) আচ্ছা; জেণ্টেলম্যেন, আপনারা সকলে এই দেয়ালের প্রতি একবার চেয়ে দেখুন; এই যে কয়েকটি অক্ষর দেখচেন, এই সকল একত্র করে পড়লে “জ্ঞানতরঙ্গিণী সভা” পাওয়া যায়।

 সকলে। হিয়ার, হিয়ার।

 নব। জেণ্টেলম্যেন, এই সভার নাম জ্ঞানতরঙ্গিণী সভা—আমরা সকলে এর মেম্বর—আমরা এখানে মীট করো যাতে জ্ঞান জন্মে তাই করে থাকি-এণ্ড উই আর জলি গুড ফেলোজ্।

 সকলে। হিয়ার, হিয়ার, উই আর জলি গুড ফেলোজ্।

 নব। জেণ্টেলম্যেন, আমাদের সকলের হিন্দুকুলে জন্ম, কিন্তু আমরা বিদ্যাবলে সুপরষ্টিসনের শিকলি কেটে ফ্রী হয়েচি; আমরা পুত্তলিক। দেখে হাঁটু নোয়াতে আর স্বীকার করি নে, জ্ঞানের বাতির দ্বারা আমাদের অজ্ঞান অন্ধকার দুর হয়েছে; এখন আমার প্রর্থনা এই যে, তোমরা সকলে মাথ মন এক করে, এদেশের সোসীয়াল রিফরমেসন যাতে হয় তার চেষ্টা কর।

 সকলে। হিয়ার, হিয়ার।

 নব। জেণ্টেলম্যেন, তোমাদের মেয়েদের এজুকেট কর, —তাদের স্বাধীনতা দেও—জাত ভেদ তফাৎ কর—আর বিধবা-দের বিবাহ দেও—তা হলে এবং কেবল তা হলেই, আমাদের প্রিয় ভারতভূমি ইংলণ্ড প্রভৃতি সভ্য দেশর সঙ্গে টক্কর দিতে পারবে—নচেৎ নয়!

 সকলে। হিয়ার, হিয়ার।

 নব। কিন্তু জেণ্টেলম্যেন, এখন এ দেশ আমাদের পক্ষে যেন এক মস্ত জেলখানা; এই গৃহ কেবল আমাদের লিবরটী হল্—অর্থাৎ আমাদের স্বাধীনতার দালান; এখানে যার যে খুসি, সে তাই কর জেণ্টেলম্যেন, ইন্‌ দি নেম্ অব ফ্রীডম, লেট্ অস এঞ্জয় আওরসেলভস্! (উপবেশন)।

 সকলে। হিয়ার, হিয়ার,—হিপ, হিপ, হুরে, হু—রে; লিবরটা হল—বি ফ্রী—লেট অল এঞ্জয় আওরসেলভস্।

 নব। ওহে বলাই, একবার সকলকে দেও না।

 বলাই। আচ্ছা,— এই এসো, (সকলের মদ্যপান)।

 নব। তবে এইবার নাচ আরম্ভ হোক। কম্, ওপেন্ দি বল্, মাই বিউটিস।

 পয়ো, নিত। নৃত্য এবং গীত।

 নব। কিয়াবৎ, জীতা রও। বেঁচে থাক, ভাই।

 কালী। হুরে, জ্ঞান তরঙ্গিণী সভা ফর এভর।

 সকলে। জ্ঞানতরঙ্গিণী সভা ফর এভর (করতালি)।

 নব। চল ভাই, এখন সপর টেবিলে যাওয়া যাউক।

 চৈতন। (গাত্রোত্থান করিয়া)—থ্রী চিয়ার্স ফর আমাদের চ্যারম্যান্—

 সকলে। হিপ, হিপ্, হিপ—হুরে! হু——রে-হুরে।

 নব। ও পয়োধরি, তুমি, ভাই, আমার আরম্ নেও।

 পয়ো। তোমার কি নেবো, ভাই?

 নব। এসো, আমার হাত ধর।

 কালী। ও নিতম্বিনি, তুমি তাই, আমাকে ফেভর কর। আহা! কি সফ্‌ট হাত।

 সকলে। ব্বাভো।(করতালি)।

[ যন্ত্রীগণ ব্যতীত সকলের প্রস্থান।

 তবলা। ও ভাই, দেখে তো ও বোতলটায় আর কিছু আছে কিনা।

 বেহালা। কৈ দেখি? হ্যা ঁআছে। এই নেও,(উভয়ের মদ্যপান)।

 তবলা। আঃ, খাসা মাল যে হে।

 নেপথ্যে। হিপ, হিপ, হুরে।

 বেহালা। চল ভাই এক ছিলিম গাঁজার চেষ্টা দেখি গিয়ে— এ ব্রাণ্ডিতে আমাদের সানে না।

[সকলের প্রস্থান।