এখানে দিনের রং বদলায়/বাবা ২
অবয়ব
(পৃ. ৩০)
বাবা ২
ছাতার তলায় দীর্ঘকাল হাঁটলাম
পথ চললাম
রোদ, বৃষ্টি লাগেনি গায়ে।
ছাতা সরে যেতে রোদে পুড়ি
বৃষ্টিতে ভিজি
কী কষ্ট প্রতি পদে বুঝতে পারছি বেশ।
দায়িত্ব অর্পিত হতে শ্বাসরুদ্ধ অবস্থা আমার
বুঝিনি আগে বাবা নামে বিশাল ছাতা
কতটুকু নিরাপদ ছিল।
নিরাপত্তার আরেক নাম ‘বাবা’।