কণিকা/প্রকারভেদ

উইকিসংকলন থেকে

প্রকারভেদ

বাবলাশাখারে বলে আম্রশাখা, ‘ভাই,
উনানে পুড়িয়া তুমি কেন হও ছাই।
হায় হায়, সখী, তব ভাগ্য কী কঠোর।’
বাবলার শাখা বলে, ‘দুঃখ নাহি মোর;
বাঁচিয়া সফল তুমি ওগো চুতলতা,
নিজেরে করিয়া ভস্ম মোর সফলতা।’