কথামালা (১৯৪৪)/কৃষক ও কৃষকের পুত্রগণ

উইকিসংকলন থেকে

কৃষক ও কৃষকের পুত্রগণ।

এক কৃষক, কৃষিকর্ম্মের কৌশল সকল বিলক্ষণ অবগত ছিল। সে পুত্রদিগকে ঐ সকল কৌশল শিখাইবার নিমিত্ত, মৃত্যুর পূর্বক্ষণে বলিল, হে পুত্রগণ, আমি এক্ষণে ইহলোক হইতে প্রস্থান করিতেছি। আমার যে কিছু সংস্থান আছে, অমুক অমুক ভূমিতে সন্ধান করিলে পাইবে। পুত্রেরা মনে করিল, ঐ সকল ভূমির অভ্যন্তরে পিতার গুপ্তধন স্থাপিত আছে।

 কৃষকের মৃত্যুর পর, তাহারা গুপ্তধনের লোভে, সেই সকল ভূমি অতিশয় খনন করিল। এইরূপে যার পর নাই পরিশ্রম করিয়া, তাহারা গুপ্তধন কিছুই পাইল না বটে; কিন্তু ঐ সকল ভূমির অতিশয় খনন হওয়াতে সে বৎসর এত শস্য জন্মিল যে, গুপ্তধন না পাইয়াও তাহারা পরিশ্রমের সম্পূর্ণ ফল পাইল।

কৌশল—ফন্দী, ফিকির।
ইহলোক—এই পৃথিবী।
অনুসন্ধান —অন্বেষণ, তল্লাস।
গুপ্ত—লুক্কায়িত, লুকান।
যার পর নাই—যৎপরোনাস্তি।

অবগত—জ্ঞাত, বিদিত।
সংস্থান—সঞ্চয়।
অভ্যন্তরে—মধ্যে, ভিতরে।
গুপ্তধনের—লুকান অর্থের।
সম্পুর্ণ—উপযুক্ত, আশানুযায়ী।