কথামালা (১৯৪৪)/সিংহ ও নেকড়ে বাঘ

উইকিসংকলন থেকে

সিংহ ও নেকড়ে বাঘ।

একদিন, এক নেকড়ে বাঘ খোঁযাড় হইতে একটি মেষশাবক লইয়া যাইতেছিল। পথিমধ্যে এক সিংহের সহিত সাক্ষাৎ হওয়াতে, সিংহ বলপূর্ব্বক ঐ মেষশাবক কাড়িয়া লইল; নেকড়ে, কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিল; পরে বলিল, “এ অতি অবিচার; তুমি অন্যায় করিয়া, আমার বস্তু কাড়িয়া লইলে।” সিংহ, শুনিয়া, ঈষৎ হাসিয়া বলিল, “তুমি যেরূপ কথা বলিতেছ, তাহাতে আমার বোধ হইতেছে, তুমি মেষশাবক অন্যায় করিয়া আন নাই; মেষপালক তোমায় উপহার দিয়াছিল।”

স্তব্ধ -অবাক্, নিস্তব্ধ। অবিচার-অন্যায়।

অন্যায়-অধর্ম। উপহার-সওগাদ, ভেট।