কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/২৫
অবয়ব
(পৃ. ১০০-১০১)
২৫
মায়া, ঘনিয়ে এসেছে
অকাল-বোধনে বর্ষা নিয়ে এল
সর্বহারাদের ভাষার যোগিনী
রোদে-পোড়া মাঠে ফুটে উঠল
ধানের অঙ্কুর
আজ, তবে মুছে যাক কথামাল।
ঘনিয়ে আসুক ছায়া
পুরিয়া-কল্যাণে