কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/৩১
অবয়ব
(পৃ. ১০২-১০৩)
৩১
ওকে দাও অন্নসত্র, সৃজন দিয়ো না
প্রিয় মাধ্যমিক, নাও
সুজাতার পরমান্ন, ফিরিয়ে দিয়ো না
যা আজ এসেছে।
বোধিবৃক্ষমূলে, ঐ শ্রমণের
মাধুকরী থেকে
জেনে নিয়ে অন্নব্রহ্ম, ওকে আর
সৃজন দিয়ো না