কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/৭

উইকিসংকলন থেকে

হা রে অলস মৌনতা, হা রে তন্দ্রালীন
কেন ঋণ মেনে নিস
বারবার, নাবিকের অভিমানে নিজেকে ভোলাস
কেন? এই ভাঙনের ভাষা
আর স্রোতের উচ্ছ্বাস থেকে সরে যাস যদি
মূর্চ্ছাহত, টুটো-ফাটা মানুষেরা
কোথায় দাঁড়াবে।