কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/এলিজি: ১৯ মে
অবয়ব
(পৃ. ৮৩)
এলিজি: ১৯ মে
কতটুকু দিয়েছিলে আগুনের সহজ অভ্যাসে?
জুলে উঠেছিল আমাদের
নিজস্ব দিগন্ত
প্রতিদিন ছিল আগুনে রাঙানো
ছিল বিপুল উল্লাস
প্রত্যেকের বাঁকা সিঁথি গগনে
হয়ে উঠেছিল খর রক্তাভায়
আশ্চর্য নিবিড় ছিল প্রতিদিন প্রতিরাত
প্রেমিকার চুল ছিল নির্জন ঝর্নার মতো
উপমাবিহীন
স্বপ্নে তখনো ছিল গাঢ়তা, মেঘে ছিল
সহমর্মী বৃষ্টির আশ্বাস
জ্বলে উঠেছিল আমাদের
নিভৃত দিগন্ত
আগুনের সহজ অভ্যাসে
আজ পড়ে আছে শুধু মুঠো-মুঠো ছাই
কুণ্ঠাহীন পাপের প্রহরে