বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/বার্তা

উইকিসংকলন থেকে

বার্তা

এই তো নবীন জল, একে দ্যাখো
কৌমারহর মুগ্ধতা নিয়ে

শরণার্থী মেঘ ঝুঁকে দেখে
নেই, এতে তার ছায়া নেই কোনো

ভাষা খুব স্পর্শ-দোষ মানে, তাই
খোজে সাবেক বন্ধুতা
নবীন জলের বুকে নামে শব্দহীন
ধূসর আকাশ

যক্ষ, প্রশ্ন করো, বন্ধু কাকে বলে
এই জল বলে দেবে শেষ কথা

ভালো, এই মুগ্ধতার স্মৃতি, ভালো
এই জলের সন্নিধি, এই
স্পর্শদোষ মেনে জেগে থাকা
রোজ, ইতি বার্তা।