কবিতাসংগ্রহ/কবচকুণ্ডল/৩০ মার্চ, ১৯৮৪
অবয়ব
(পৃ. ৬৭)
৩০ মার্চ, ১৯৮৪
আজ ভেঙে গেছে ফাঁকা ফ্রেম, শাদা দেয়ালের গায়ে
লেগে আছে
নষ্ট পেরেকের দাগ, ঘুনে-কাটা জমাট শূন্যতা
আর কিছু নেই, মনে পড়ে, কবে
শেষবার হেসে উঠেছিল আমাদের সেই প্রিয় ফ্রেম
৩০ মার্চ, ১৯৮৪
আজ ভেঙে গেছে ফাঁকা ফ্রেম, শাদা দেয়ালের গায়ে
লেগে আছে
নষ্ট পেরেকের দাগ, ঘুনে-কাটা জমাট শূন্যতা
আর কিছু নেই, মনে পড়ে, কবে
শেষবার হেসে উঠেছিল আমাদের সেই প্রিয় ফ্রেম