কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/দুঃখ ১৯

উইকিসংকলন থেকে

দুঃখ ১৯

এলোমেলো বাহির এবং ঘর
ঈষৎ ভুলে ঘটল মনান্তর
পুড়ছে শোকে এখন পরস্পর
এলোমেলো বাহির এবং ঘর

কেউ কি জানে কোনদিকে সেই পথ
কেউ কি জানে কোনদিকে যে পথ

ওলটপালট হৃদয় এমনতর
কেবল হলো শোক নিবিড়তর
ওলটপালট হৃদয় এমনতর
উড়ছে সময় হাওয়ার মতন দড়

ভুলের ওপর ভুল, জমেছে ভুলের চেয়েও ভুল
মেঘের পরে মেঘ, জমেছে মেঘের মতন মেঘ
পাপের পরে পাপ, জমেছে পাপের চেয়েও পাপ
ভুলের ওপর ভুল, জমেছে ভুলের মতন ভুল

কেউ কি জানে কোনদিকে যে পথ
কেউ কি জানে কোন্‌দিকে সেই পথ