কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/বোধ

উইকিসংকলন থেকে

বোধ

কেউ তো আমার মুখ দেখে না চোখ দেখে না।
বুক দেখে না
আমি একা পথের পাশে নদীর পাশে
যেমন-তেমন
সুখের পাশে বন্ধুবিহীন দাঁড়িয়ে আছি
অন্ধকারে
যে-যার-পথে যে-যার-প্রেমে যে-যার-সুখে।
আত্মীয়তায়
মগ্ন আছে মাটির ভেতর যেমন শেকড়
প্রতিশ্রুতির
শরীর ছুঁয়ে গভীরে যায় অল্প-স্বল্প
দুঃখে কাটায়
কেউ জানে না জীবনযাপন নির্জনতায়
আমূল পোড়ে
আদ্যোপান্ত স্মৃতিই থাকে কলুষবিহীন
মুখচ্ছবির
কেউ তো আমার মুখ দেখে না বুক দেখে না
চোখ দেখে না