কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/২৭

উইকিসংকলন থেকে

আলুথালু মেঘ নেমে এল অতিথিশালায়
কার্নিসে কার্নিসে বৃষ্টিকণা
ছড়িয়ে গিয়েছে তার একান্ত গভীর মুদ্রা
জমি থেকে আকাশ অবধি
ভ্রমণের অনুষঙ্গগুলি পড়ে রইল পথে-পথে
কিছু ছায়া কিছুটা কুয়াশা
রেখে গেল বারান্দায় খিলানে রেলিঙে
এতে কোনো চিত্রকল্প নেই
মেঘ জুড়ে শুধু মেঘ
আর বৃষ্টি জুড়ে শুধু বৃষ্টি
কুয়াশায় কেবল কুয়াশা

রাত॥ ৯-৫০॥ ২২.১.২০১১॥ বিশ্ববিদ্যালয় আবাসন