কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/২৯

উইকিসংকলন থেকে

নিংড়ে নাও মেধা, শুষে নাও স্মৃতি
এইমাত্র লিখে
থেমে যায় হাত আর অসাড় আঙুল

দীর্ঘ হিম ঋতু নেমে এলে এরকম
হয়ে থাকে রোজ
হাড়ে ও মজ্জায় বিঁধে যায় সন্ত্রাসের কালো

কোথাও লক্ষ্মণরেখা নেই, সরাসরি তবে
এসে যাও অন্তিম প্রহর

রাত॥ ১১-২০॥ তদেব