কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৩৫
অবয়ব
(পৃ. ৩২)
এইসব লেখা কার জন্যে অস্তসূর্য জানে
চোখে চোখে ইশারা দিয়েছ
দেখেও দেখিনি কিছু কবে ফিরে এসেছিলে
দিগন্ত পেরিয়ে আজ শুধু
অভিজ্ঞান খুঁজি অক্ষরের ছায়ায় ছায়ায়
রাত॥ ৮-০৫॥ তদেব
এইসব লেখা কার জন্যে অস্তসূর্য জানে
চোখে চোখে ইশারা দিয়েছ
দেখেও দেখিনি কিছু কবে ফিরে এসেছিলে
দিগন্ত পেরিয়ে আজ শুধু
অভিজ্ঞান খুঁজি অক্ষরের ছায়ায় ছায়ায়
রাত॥ ৮-০৫॥ তদেব