কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৫৪
অবয়ব
(পৃ. ৪২)
ফেরিঘাটে নেমে আসছে সংকেতবিহীন
প্রগাঢ় সূর্যাস্ত
এবার স্তব্ধতা থেকে শিখে নিই নতুন আখর
কোথাও প্রশ্রয় নেই কোনো বিষাদের
যে-রাতের দোহার পাব না
তাকে খুঁজি, খুঁজে যাই ঝরোখা সরিয়ে
ক্লান্ত, ম্লান অনুষঙ্গগুলি ঝরে যাক
রাত॥ ১০-২৫॥ ২.৬.২০১১॥ তদেব