কবিতাসংগ্রহ ৩/পুড়ে যায় এই জন্ম/২৭
অবয়ব
(পৃ. ৯২)
২৭
যদি ফিরে আসে সম্মোহন এই অবেলায়
নিশ্চিতই
স্রোত বয়ে যাবে উজানে, আকাশ নেমে আসবে মাটিতে, যেখানে
চোখের প্রকৃত নাম ছায়াতরু আর স্পর্শের আরেক নাম
গান, যদি
এই অবেলায় ফিরে ফিরে আসে সম্মোহন
রাত ১১-১০, তদেব, ২৭.৭.১১