কবিতাসংগ্রহ ৩/পুড়ে যায় এই জন্ম/৪৩

উইকিসংকলন থেকে

৪৩

ধুলোয় ধূসর হাত, সমস্ত শরীর জুড়ে ক্ষত
ভাঙা তরোয়াল ফেলে
তুলে নিই নিজের রথের চাকা, চারদিক থেকে
বেঁধে জ্ঞাতিদের তীক্ষ্ণ ছুরি
এই আমি, অভিমন্যু, দীর্ঘ ঘুমে চোখ ঝাপসা হয়ে যায়

সকাল ৯-০০, তদেব