কবিতাসংগ্রহ ৩/পুড়ে যায় এই জন্ম/৪৬
অবয়ব
(পৃ. ১০৪)
৪৬
ডানা মেলে উড়ে আসছে অন্ধকার
ঝাঁকে ঝাঁকে
সোজা ঢুকে যাচ্ছে আত্মার গভীরে
হাড়ে ও মজ্জায়
অন্ধকার মিশে যাচ্ছে পাতালগঙ্গায়
শূন্যে শূন্যে
নিরবধি আদিম নিশ্চেতনার স্বরে
পুঞ্জ পুঞ্জ
নিঃস্বর যেখানে ডুবে গিয়েছিল
অন্ধকারে
শুরুর আগে যা ছিল, শেষের পরেও তা-ই
ঝাঁকে ঝাঁকে
অন্ধকার ডানা মেলে উড়ে আসছে
ইম্ফল বিমানবন্দর, আইটি ৪৮০৫, দুপুর ১১-১৫, কলকাতা থেকে শিলচর যাত্রায়, ৮.৯.১১