কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/২

উইকিসংকলন থেকে

ঠিক বোঝা যাচ্ছে না কারা গল্পের গরুদের
গাছে তুলে দিচ্ছে, দিস্তে-দিস্তে
কাগজ খরচ করে কারা লিখে যাচ্ছে উপাখ্যান
সৌন্দর্যের, অসুখের, উৎসবে-ব্যসনে
জড়ো-হওয়া জ্ঞাতিগোষ্ঠীদের চালিয়াতি নিয়ে
ঠিক বোঝা যাচ্ছে না ট্রয়ের সেই ঘোড়াটিকে
কারা কায়দা করে ঢুকিয়ে দিয়েছে
আমাদের ফুটোফাটা তাঁবুর ভেতরে, কেন-ই বা
আতুর মানুষের মিছিল বেরিয়েছে

দেখতে-দেখতে ডানা মেলে গল্পের গরুরা
উড়ে গেল শূন্যে, তাদের পেছনে
ধাওয়া করল তাঁবু ছিড়ে বেরিয়ে আসা ঘোড়াটি
বস্তুত এই দৃশ্য অলীক
এবং এই দৃশ্য বাস্তব

সকাল ৮-৩০, ২২.০৯.১১, ৩০৪ কক্ষ অতিথিশালা, গৌহাটি'