কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৩৮

উইকিসংকলন থেকে

৩৮

ঘুরে-ফিরে এল সেই একই রোদে-পোড়া দিন
অস্তসন্ধ্যা নিয়ে এসে গাঢ়তর হলো ছায়া
এই যে সংবাদ লিখি, এতে কতটুকু ফুটে উঠল
অন্ধতার গূঢ় বিবরণ, কতখানি জানা গেল ভুল ঋতুকাল?
কথা ছিল অক্ষর-বিন্যাসে বোঝা যাবে আসন্ন গোধূলি
আর অতি দ্রুত ধ্বস নেমে আসা
যতদূর যাই সেই একই কথকতা, ঝরাপাতা, কালো রাত
সুন্দরের কাছে তাই ভিখিরির ঝুলি নামিয়ে রেখেছি

সকাল সাতটা, কলকাতা থেকে শিলচরের পথে এআই ৯৭০৫, ২৫.১১.১১