কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/১২

উইকিসংকলন থেকে

১২

হরফেরা ফিরে আসছে দাঁতে তৃণ নিয়ে
নিশ্চিত আনাড়ী ওরা, শেখেনি কখনও
চুম্বনের রীতি, শুধু জানে জেগে থাকতে
তন্দ্রাঘোর নিয়ে স্মৃতিদাহ যতই পোড়াক
আগুনের মতো কিংবা বিষে নীল হোক
ভাষার খামার, পথে ও বিপথে ঘুরে-ঘুরে
ক্লান্ত হলে ফিরে আসা ভালো দাঁতে তৃণ
আর লুপ্ত আয়ু নিয়ে, হরফেরা জানে এই কথা

বিকেল ৪টে, ১৭.১২.১১, তদেব