কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/১৫
অবয়ব
(পৃ. ১৫৫)
১৫
যে-পথ আমার ছিল না কখনও সেই পথে
যেতে হয়েছিল
সম্পন্ন গার্হস্থ্য থেকে ছদ্ম-সন্ন্যাসের দিকে
কিছুই হলো না
ভুল যাত্রাপথে এই বার্তা শোনায় আকাশ
মাটি থেকে উঠে আসে
রূঢ় অভিশাপ যেন জন্ম থেকে জন্মান্তরে
রয়ে যাই লক্ষ্যহীন
যে-পথ আমার ছিল না কখনও সেই পথে
চলি বারবার
৯ডব্রু ২১১২, কোচি থেকে মুম্বই, সকাল ৯-৪০, ১৮.১২.১১