কবিতাসংগ্রহ ৩/সন্ধ্যার কোরাস/২১
অবয়ব
(পৃ. ১৫৮)
২১
দেয়াল-লিখনে যারা কাঙালের স্বপ্ন ঢেলেছিল
তাঁবু বদলের স্বাধীনতা দিয়ো উহাদের, প্রবাস দিয়ো না
দিন যদি রাত হয়, রাত হয় দিন তবে তা-ই হোক
সব স্মৃতি আগুনে আহুতি দাও, ইন্ধন জ্বলুক
তাঁবুটি সাজাও সখা পরিপাটি স্বপ্নের সমিধে
প্রাক্তন কাঙাল যারা পঙক্তি-ভোজনে থাক
সভা আলো করে
তদেব, সকাল ৮-৪৫