কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৩

উইকিসংকলন থেকে

যে লেখে সে আমি নই অন্য কেউ
একথা জানিয়ে
ফের মুখোশ-সংহিতা মেনে নেয় ধূর্ত কবি
না হলে শিরোপা
চলে যাবে অন্য কোনো চতুর শিবিরে
এভাবেই রাত
আসে দিনের পেছনে এবং ছায়ারা
আলোর দোসর
হয়ে দেখা দেয় আর সব কিছু রয়ে যায়
যেমন থাকার
কথা জানা ও না জানার ঠিক মাঝখানে
এসব যে বলে
সে কি আমি নাকি অন্য কোনো কেউ

রাত॥ ৯-৫০॥ ২.১১.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন