কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৫৪

উইকিসংকলন থেকে

৫৪

প্রকৃত বাস্তব থেকে এত বেশি গলিপথ
ঘুরে-ঘুরে ফের দেখি সেই
মিথ্যা সত্য, সোনার পাথরবাটি অজস্র রয়েছে
রয়ে গেছে কাঁটাতার
সতর্কতা, সেপাই-পাহারা, গোপন পরিখা
এত সব পেরিয়ে পেরিয়ে
যত যাই পোড়া ঘ্রাণ সঙ্গে-সঙ্গে আসে
প্রকৃত বাস্তব এই, এই শুধু

সকাল ৮-৪৫॥ ১৪.১২.১০॥ রঞ্জুর বাড়িতে, কলকাতা