বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৬

উইকিসংকলন থেকে

যতবার থেমে গিয়েছিল হৃৎস্পন্দন
তত তত বার কবিতায়
উঠে এল আধ-পোড়া কাঠ, ফুল আর
জ্যোৎস্না-মাখা ছাই

একমুঠো আয়ু ভিক্ষা দাও আগুন ঠাকুর
যেন শোক থেকে শ্লোক ছেঁকে নিতে পারি

বিকেল ৪টা॥ ৩০.১১.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন