কল্পনা/সংকোচ

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

সংকোচ

ছায়ানট

যদি  বারণ কর, তবে
গাহিব না।
যদি  শরম লাগে, মুখে
চাহিব না।
যদি বিরলে মালা গাঁথা  সহসা পায় বাধা, 
তােমার ফুলবনে
যাইব না।
যদি  বারণ কর, তবে
গাহিব না।

যদি থমকি থেমে যাও
পথ-মাঝে,
আমি চমকি চলে যাব
আন কাজে।
যদি তােমার নদীকূলে ভুলিয়া ঢেউ তুলে, 
আমার তরীখানি
বাহিব না।
যদি  বারণ কর, তবে
গাহিব না।

৯ আশ্বিন ১৩০৪ চলন বিল। ঝড়। বােট টলমল