বিষয়বস্তুতে চলুন

কল্পনা (১৯৫২)/সে আমার জননী রে

উইকিসংকলন থেকে

সে আমার জননী রে

ভৈরবী। রূপক

কে এসে যায় ফিরে ফিরে
আকুল নয়নের নীরে?
কে বৃথা আশাভরে
চাহিছে মুখ-’পরে?
সে যে আমার জননী রে।

কাহার সুধাময়ী বাণী
মিলায় অনাদর মানি?
কাহার ভাষা হায়
ভুলিতে সবে চায়?
সে যে আমার জননী রে।

ক্ষণেক স্নেহকোল ছাড়ি
চিনিতে আর নাহি পারি।
আপন সন্তান
করিছে অপমান—
সে যে আমার জননী রে।

পুণ্য কুটিরে বিষণ্ণ
কে ব’সে সাজাইয়া অন্ন?
সে স্নেহ-উপহার
রুচে না মুখে আর!
সে যে আমার জননী রে।

[১৩০৪]