কাব্যগ্রন্থ (তৃতীয় খণ্ড)/সোনার তরী/নিদ্রিতা
নিদ্রিতা
রাজার ছেলে ফিরেছি দেশে দেশে,
সাত সমুদ্র তেরাে নদীর পার।
যেখানে যত মধুর মুখ আছে
বাকি ত কিছু রাখি নি দেখিবার।
কেহ বা ডেকে ক'য়েছে দুটো কথা,
কেহ বা চেয়ে করেছে আঁখি নত,
কাহারাে হাসি ছুরির মত কাটে
কাহারাে হাসি আঁখিজলেরি মত।
গরবে কেহ গিয়েছে নিজ ঘর
কাঁদিয়া কেহ চেয়েছে ফিরে ফিরে।
কেহ বা কারে কহেনি কোনাে কথা,
কেহ বা গান গেয়েছে ধীরে ধীরে।
এমনি করে’ ফিরেছি দেশে দেশে;
অনেক দূরে তেপান্তর-শেষে
ঘুমের দেশে ঘুমায় রাজবালা,
তাহারি গলে এসেছি দিয়ে মালা।
একদা রাতে নবীন যৌবনে
স্বপ্ন হ’তে উঠি চমকিয়া,
বাহিরে এসে দাড়ানু একবার
ধরার পানে দেখিনু নিরখিয়া।
শীর্ণ হয়ে’ এসেছে শুকতারা,
পূর্ব্ব তটে হ’তেছে নিশি ভাের।
আকাশকোণে বিকাশে জাগরণ,
ধরণীতলে ভাঙেনি ঘুম-ঘাের।
সমুখে পড়ে দীর্ঘ রাজপথ,
দু’ধারে তারি দাঁড়ায়ে তরুসার,
নয়ন মেলি’ সুদূরপানে চেয়ে
আপনমনে ভাবিনু একবার,—
আমারি মত আজি এ নিশি-শেষে
ধরার মাঝে নূতন কোন দেশে,
দুগ্ধফেনশয়ন করি’ আলা
স্বপ্ন দেখে ঘুমায়ে রাজবালা।
অশ্ব চড়ি’ তখনি বাহিরিনু
কত যে দেশ-বিদেশ হ’ পার।
একদা এক ধূসর সন্ধ্যায়
ঘুমের দেশে লভিনু পুরদ্বার।
সবাই সেথা অচল অচেতন,
কোথাও জেগে নাইক জনপ্রাণী,
নদীর তীরে জলের কলতানে
ঘুমায়ে আছে বিপুল পুরীখানি।
ফেলিতে পদ সাহস নাহি মানি,
নিমেষে পাছে সকল দেশ জাগে
প্রাসাদ মাঝে পশিমু সাবধানে
শঙ্কা মাের চলিল আগে আগে।
ঘুমায় রাজা, ঘুমায় রাণী-মাতা,
কুমার সাথে ঘুমায় রাজভ্রাতা;
একটি ঘরে রত্ন-দীপ জ্বালা,
ঘুমায়ে সেথা রয়েছে রাজবালা।
কমলফুল-বিমল শেজখানি,
নিলীন তাহে কোমল তনুলতা।
মুখের পানে চাহিনু অনিমেষে
বাজিল বুকে সুখের মত ব্যথা!
মেঘের মত গুচ্ছ কেশরাশি
শিথান ঢাকি পড়েছে ভারে ভারে
একটি বাহু বক্ষপরে পড়ি
একটি বাহু লুটায় একধারে।
আঁচলখানি পড়েছে খসি’ পাশে,
কাঁচলখানি পড়িবে বুঝি টুটি,
পত্রপুটে রয়েছে যেন ঢাকা
অনাঘ্রাত পূজার ফুল দুটি।
দেখিনু তা’রে উপমা নাহি জানি;
ঘুমের দেশে স্বপন একখানি;
পালঙ্কেতে মগন রাজবালা
আপন ভরা-লাবণ্যে নিরালা।
ব্যাকুল বুকে চাপিনু দুই বাহু,
না মানে বাধা হৃদয়কম্পন।
ভূতলে বসি আনত করি’ শির
মুদিত আঁখি করিনু চুম্বন।
পাতার ফাঁকে আঁখির তারা দুটি,
তাহারি পানে চাহিনু এক মনে,
দ্বারের ফাঁকে দেখিতে চাহি যেন
কি আছে কোথা নিভৃত নিকেতনে।
ভূর্জপাতে কাজলমসী দিয়া
লিখিয়া দিনু আপন নাম ধাম।
লিখিনু “অয়ি নিদ্রানিমগনা,
আমার প্রাণ তােমারে সঁপিলাম।”
যতন করি কনকসূতে গাঁথি
রতন হারে বাঁধিয়া দিমু পাঁতি।
ঘুমের দেশে ঘুমায় রাজবালা,
তাহারি গলে পরায়ে দিনু মালা!