কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড)/ভানুসিংহ ঠাকুরের পদাবলী/১২

উইকিসংকলন থেকে
১২

শ্যাম, মুখে তব মধুর অধরমে
হাস বিকাশত কায়,
কোন স্বপন অব দেখত মাধব,
কহবে কোন হমায়!
নীদ-মেঘপর স্বপন-বিজলি সম
রাধা ভাতিছে হাসি।
শ্যাম, শ্যাম মম, কৈসে শােধব
তুঁহুঁক প্রেমঋণ-রাশি।
বিহঙ্গ, কাহ তু বােলন লাগলি,
শ্যাম ঘুমায় হমারা,
রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব
শীতল জোছন-ধারা।
তারক-মালিনী সুন্দর যামিনী
অবহুঁন যাওরে ভাগি,
নিরদয় রবি, অব কাহ তু আওলি
জ্বাললি বিরহক আগি।
ভানু কহত অব “রবি অতি নিষ্ঠুর,
নলিন-মিলন অভিলাষে
কত নর নারীক মিলন টুটাওত,
ডারত বিরহ-হুতাশে।”