কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড)/ভানুসিংহ ঠাকুরের পদাবলী/৩

উইকিসংকলন থেকে

হৃদয় সাধ সব মূচ্ছিল হৃদয়ে,
কণ্ঠে বিমলিন মালা।
বিরহ বিষে দহি বহি গেল রয়নী
নহি নহি আওল কালা।
বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব,
নিষ্ফল পীরিতি লেহা,
নিষ্ফল এ মঝু জীবন যৌবন,
নিস্ফল এ মঝু দেহা।
চল সখি গৃহ চল, মুঞ্চ নয়ন জল,
চল ফিরি চল গৃহকাজে,
রাখ রাখ সব মাল্য আভরণ,
ছিছি সখি মরু মরু লাজে।
সখিলাে দারুণ আধি-ভরাতুর
এ তরুণ যৌবন মাের,
সখিলাে দারুণ প্রণয় হলাহল
জীবন করল বিভাের।
তৃষিত প্রাণ মম দিবসমিনী
শ্যামক দরশন আশে,
আকুল জীবন থেহ ন মানে,
অহরহ জ্বলত হুতাশে।

সজনি, সত্য কহি তােয়,
খােয়ব কব হম শ্যামক প্রেম
নিতি ডর লাগয় মােয়।
ঐস বৃথা ভয় না কর বালা,
ভানু নিবেদয় চরণে,
সুজনক পীরিতি অক্ষয় নৌতুন নিত্য হি,
অক্ষয় জীবন মরণে।