কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড)/ভানুসিংহ ঠাকুরের পদাবলী/৫

উইকিসংকলন থেকে

সজনি সজনি রাধিকালাে
দেখ অবহু চাহিয়া,
অলসগমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া।
পিনহ ঝটিত কুসুম হার,
নীল নিবিড় আঙিয়া।
পাটলরস-রাগরঙ্গে
করপদতল রাঙিয়া।
সহচরি সব নাচ নাচ
মিলন গীত গাওরে,
চঞ্চল মঞ্জীর-মন্দ্রে
কুঞ্জ গগন ছাওরে।
উজ্জ্বল কর মন্দিরতল
কনক দীপ জ্বালিয়া,
নির্ম্মল কর কুঞ্জ-বীথি
গন্ধ সলিল ঢালিয়া।
মল্লিকা চমেলি বেলি
সঞ্চয় কর বালিকা,
যুঁথি জাতি, বকুল মুকুলে
গ্রন্থন কর মালিকা।

তৃষিত-নয়ন ভানুসিংহ
নিকুঞ্জ-পথ চাহিয়া
অলস গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া।