কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড)/ভানুসিংহ ঠাকুরের পদাবলী/৭

উইকিসংকলন থেকে

শুন সখি বাজই বাঁশি।
শশিকরবিল নিখিল শূন্যতল
এক হরষরসরাশি।
দক্ষিণপবন-বিচঞ্চল তরুগণ,
চঞ্চল যমুনা বারি,
কুসুম সুবাস উদাস ভইল, সখি,
উদাস হৃদয় হমারি।
বিগলিত মরম, চরণ খলিত গতি,
সরম ভরম গয়ি দূর,
নয়ন বারি-ভর, গরগর অন্তর,
হৃদয় পুলক-পরিপূর।
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি,
সাে কি হমারই শ্যাম?
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি
সাে কি হমারই নাম?
কত কত যুগ সখি পুণ্য করনু হম,
দেবত করনু ধেয়ান,
তবত মিলল সখি শ্যাম রতন মম,
শ্যাম পরাণক প্রাণ।

শুনত শুনত তব মােহন বাঁশি
জপত জপত তব নামে,
সাধ ভইল ময়, প্রাণ মিলায়ব
চাঁদ-উজল যমুনামে!
“চলহ তুরিত গতি শ্যাম চকিত অতি,
ধরহ সখীজন হাত,
নীদ-মগন মহী, ভয় ডর কছু নহি,
ভানু চলে তব সাথ।”