খুকুমণির ছড়া/২৩২

উইকিসংকলন থেকে

পুঁটুর রূপ

২৩২

পুঁটু আমার মেঘের বরণ,
পুটু আমার চাঁদের কিরণ!

চাঁদ ব’লে ধায় চকোরিণী,
মেঘ ব’লে ধায় চাতকিনী,
পাড়ার লোক, পুঁটুর রূপ
কে দেখ্‌‌বি দেখ্‌‌সে আয়,
নব ঘন মিশেছে তায়।