খুকুমণির ছড়া/২৬৫

উইকিসংকলন থেকে

নাচ

তাক্‌ থুড়া—থুড়্—থুড়া,
ভাঙ্‌‌লো খাটের খুরা।

ঘরে নাচে শ্যামসুন্দর,
বাইরে নাচে বুড়া —
তাক্‌ থুড়া—-থুড়্—থুড়া!